ইনটিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার
ট্রানজিস্টারের পর পরই ইনটিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার হয়। এই ইনটিগ্রেটেড সার্কিট আসলে একাধিক ট্রানজিস্টরের সমন্বিত রূপ। সেমিকন্ডাক্টর বা সিলিকনের একটি ক্ষুদ্র অং
শের উপর একাধিক ট্রানজিস্টর ব্যবহার করে তৈরি করা হয় সমন্বিত সার্কিট বা Integrated Circuit। অল্প জায়গাতে একাধিক ট্রানজিস্টর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার ও আকৃতিতে এলো পরিবর্তন।
সেই সাথে কাজের গতি হলো আগের চেয়ে অনেক দ্রুততর। বস্তুত ইনটিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার পর থেকেই কম্পিউটারের জগতে একটা নাড়াচাড়া পড়তে শুরু করে। এর আগে পর্যন্ত মানুষ ধারণা করতো- কম্পিউটার শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার কাজেই ব্যবহৃত হয়ে থাকে। এর বাইরে কম্পিউটারের ব্যবহার বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু ইনটিগ্রেটেড সার্কিট আবিষ্কারের পর মানুষ বুঝতে পারল কম্পিউটারকে গবেষণার কাজ ছাড়াও অন্যান্য কাজেও ব্যবহার করা সম্ভব। ফলশ্রুতিতে ইনটিগ্রেটেড সার্কিট সমৃদ্ধ কম্পিউটারের বেশ দ্রুত চাহিদা সৃষ্টি হয় ব্যবহারকারীদের মধ্যে।পরবর্তীতে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পূর্ব পর্যন্ত আইসি সমৃদ্ধ কম্পিউটার জনপ্রিয় ছিল।
Related: টেলিফোন আবিষ্কার সম্পর্কে জানতে ক্লিক করুন।
মাইক্রোপ্রসেসর
কম্পিউটার জগতে একধরনের রেভুলিউশন ঘটে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর। ১৯৭১ সালের আগ পর্যন্ত কম্পিউটার জগতটাকে মাতিয়ে রেখেছিল ইনটিগ্রেটেড সার্কিট বা আইসি সমৃদ্ধ কম্পিউটারগুলো। এর মধ্যে আবিষ্কৃত হলো মাইক্রোপ্রসেসর।
আমেরিকার ইনটেল কর্পোরেশন (Intel Corporation) নামের একটি কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে বাজার মাত করে ফেলে। এটাও এক ধরনের ইনটিগ্রেটেড সার্কিট। কারণ, সিলিকনের একটি ছোট টুকরো (এক বর্গ ইঞ্চি)-এর ওপর কয়েক হাজার ট্রানজিস্টর সমন্বিত একটি সার্কিট হলো মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর থেকে সত্যিকার অর্থে যেন নড়েচড়ে উঠলো কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। কারণ, মাইক্রোপ্রসেসর ব্যবহারে কম্পিউটার তৈরির ফলে কম্পিউটারের আয়তন অনেক অনেক ছোট হয়ে গেল। আর সেই সাথে কাজের গতিও বেড়ে গেল কয়েক হাজার গুন। সত্যিকার অর্থে ডিজিটাল কম্পিউটারের সূচনা ঘটলো মাইক্রোপ্রসেসর প্রবর্তনের ফলে। আমরা যারা আজ আমাদের ডেস্ক বা টেবিলের উপর শক্তিশালী ডিজিটাল কম্পিউটার ব্যবহার করছি- তার মধ্যে ব্যবহৃত হয়েছে মাইক্রোপ্রসেসর নামের শক্তিশালী ও সমন্বিত ইনটিগ্রেটেড সার্কিট।
সুত্রঃ বিজ্ঞানীদের জীবনি আবিষ্কারের কথা।