পৃথীবির বিভিন্ন গোপন সংগঠন গুলোর মধ্য সবচেয়ে আলোচিত নাম বা সংগঠন হল ইলুমিনাতি (Illuminate)। এটা অনেকের ধারনা যে Michael Jackson থেকে শুরু করে Angelina Jolie, Bill gates থেকে শুরু করে Barak Obama পর্যন্ত পৃথীবির প্রায়ই সকল প্রভাবশালী ব্যাক্তি ইলুমিনাতির সদস্য। ইলুমিনাতি কারা? ইলুমিনাতি ও ইসলাম এর মাঝে কি সম্পর্ক? ইলুমিনাতি চিহ্ন কি ? আর বর্তমানে এই সংগঠনের কি অবস্থা তা জানব নিচের আলোচনা থেকে।
ইলুমিনাতি কারা ?
ইলুমিনাতি হল মানব রচিত এক প্রকার গোপন ধর্মীয় সংগঠন। যে ধর্মকে এই সংগঠনের মানুষগুলো হাতিয়ার হিসেবে ব্যাবহার করে আসছে তার সৃষ্টি লগ্ন থেকে। যা মূল লক্ষ্য পৃথীবিকে একক ভাবে শাসন করা। কেউ কেউ মনে করেন Illuminate অর্থ – যে সকল মানুষ তাদেরকে বিশেষ কোন জ্ঞানে আলোকিত মনে করে থাকে সেটাই ইলুমিনাতি।
ইলুমিনাতি রহস্য
১লা মে ১৭৭৬ সালে পেভেলিয়া তে ADAM WEISHAUPT (1748 – 1830) এর হাত ধরে ইলুমিনাতির জন্ম হয়। ADAM WEISHAUPT একজন Jesuit ছিলেন। তিনি বেভেলিয়ার এরকোস্থান বিশ্ববিদ্যালয়ে খ্রীষ্টান ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রথমে তার চার (০৪) জন ছাত্রকে নিয়ে এ সংঘের যাত্রা শুরু করেন।
ইলুমিনাতি চিহ্ন কি ?
ইলুমিনাতির প্রতিক হিসেবে প্রথমে Minerva পেচাকে বেছে নেয়া হয়। Minerva হলো রোমান রূপকথার জ্ঞানের দেবী। এছাড়াও পিড়ামিড, একচোখ, রক সাইন এ সকল হল ইলুমিনাতির প্রতিক। একচোখ বলতে এখানে দাজ্জাল কে বুঝানো হয়েছে। দাজ্জাল সম্পর্কে জানতেঃ দাজ্জাল কি ?
ইলুমিনাতির উদ্দেশ্য
One World Order
One World Leader
One World Government
One World Currency
One World Religion
ইলুমিনাতি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সমাজ থেকে কুসংস্কার দূর করা এবং জন জীবনে ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রভাব কমানো। কিছু নিয়ম বা নীতিমালা প্রণয়ন করা যা পৃথিবীর সকলেই মেনে চলবে। বর্তমানে পৃথিবীতে যে সকল ধর্মীয় অনুশাসন আছে সকল আনুশাসনকে ধংস করে তাদের মানব রচিত ধর্মীয় অনুশাসন প্রণয়ন করবে যা হবে আধুনিক আর চাকচিক্কময়। আর নিয়ম কানুগুলো চাকচিক্ক হবে বলে সাধারণ মানুষ তা সহজেই গ্রহন করবে।
ইলুমিনাতি ও ইসলাম
বর্তমানে ইলুমিনাতির সদস্যরা প্রকাশ্যে কাজ করলেও প্রথম দিকে তাদের পরিচয় গোপন রাখা হতো। আর সদস্যদের পরিচয় গোপন রাখতে এর প্রতিষ্ঠাতা ADAM প্রত্যেকের ছদ্মনাম ঠিক করেন। এমনকি তার ছদ্মনাম ছিল এস্পার্টাকাস। সে সময় ইহুদি, প্যাগান, নারী ও অন্যকোন গোপন সংগঠনের জন্য ইলুমিনাতির সদস্যপদ নিষিদ্ধ ছিল। সমকামিতা, অবাদ যৌনচার, পরকিয়া, আত্মহত্যা কে বৈধতা প্রদান এবং এমন ব্যাকিং প্রথা প্রচল করা যেখানে অতিরিক্ত মাত্রায় সুদ এ সকল বিষয়কে মানুষের মাঝে সাধারণ বিষয় হয়েবে প্রকাশ করা হচ্ছে ইলুমিনাতির মূল লক্ষ্য।
আপনি কি জানেন দাজ্জাল আর ইলুমিনাতির মাঝে কি সম্পর্ক রয়েছে ? ইলুমিনাতি ও ইসলাম এর মাঝেও রয়েছে অনেক বাক বিতন্ড।
Related: দাজ্জাল কে? ইলুমিনাতি ও দাজ্জাল সম্পর্কে জানুন।
১৭৮৪ সালে চার জন ছাত্র নিয়ে শুরু করা ইলুমিনাতির সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় ৬৫০ জন। ADAM WEISHAUPT এর ইচ্ছা ছিল সংগঠনটির কথা গোপন রাখতে কিন্তু সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় তা আর গোপন রাখা যায়নি। ১৭৮৫ সালে বাভারিরায় শাসক চার্লস থিউলর সকল ধরনের গোপন সংগঠন নিষিদ্ধ করেন এবং এ সময় ADAM ফ্রান্সে পালিয়ে যান। তার পর পরই ইলুমিনাতি সংঠনের অনেক গোপন নথিপত্র জব্দ করা হয়। অনেকের মতে ইলুমিনাতিরা নতুন বিশ্ব ব্যাবস্থা গড়ে তোলার নীল নকশা নিয়ে কাজ করছে।
DAN BROWN রচিত ANGELS and DEMONS বইটি প্রকাশের পরে সংগঠনটি আবার আধুনিক কালে আলোচনার কেন্দ্রবিন্দু হয়। এরা মুলত BAPHOMET নামক শয়তানের পূজা করে। তারা সকলকে সব কিছু থেকে নিষেধ করে, সেটা যদি অযাচারও হয়। তার চায় এ সবই হোক তাতে সভ্যতা খুব সহজে ধংস হয়ে যাবে। তাই বর্তমানে আমরা যুদ্ধো সংঘাত বেশি দেখতে পাচ্ছি। জাতি বা সভ্যতা ধংস হলে তারা মানুষকে বশে আনতে পারবে। মানুষকে যৌন কাজে লিপ্ত করতে চেষ্টা করে। শয়তানের মত বুদ্ধি নিয়ে এরা চলে। যখন মানুষ খারাপ কাজ করতে করতে কোন কূল পাবে না তখন ইলুমিনাতিরা তাদের ভ্রান্ত ধর্মের দিকে মানুষকে ডাকবে। তাদের মতে যা ভাল তাই খারাপ, যা খারাপ তাই ভাল। সাদা এবং কালোর মাঝে কোন পার্থক্য নেই।
তাদের আরেকটি উদ্দেশ্য হলো গোপন বার্তার মাধ্যমে মানুষের মাঝে তাদের ইলুমিনাতির কার্যকলাপ ছড়িয়ে দেয়। যেমন একটি কলসে অল্প অল্প করে পানি দিতে দিতে একদিন তা ভরে যাবে। এই গোপন বার্তার জন্য তারা বিশ্বের বড় বড় সেলিব্রেটিদের ব্যাবহার করে। এরা বিশেষ অঙ্গ ভঙ্গি, বার্তা বা প্রতিকের মাধ্যমে ইলুমিনাতির প্রকাশ করে থাকে। এমনকি Disney World কে ইলুমিনাতির ফ্যাক্টরি বলা হয়। কারন ছোট ছোট বাচ্চাদের কে ছোট বয়স থেকেই ইলুমিনাতির দিকে আহব্বান করা হয়। Britney Spears ও Disney World থেকে ইলুমিনাতির সদস্য।
ইলুমিনাতি ও ইসলাম এর সাথে অনেক ব্যাবধান। ইলুমিনাতি পরিচালনা করে ইলুমিনাতি, আর ইলুমিনাতি পরিচালনা করে আমাদের মিডিয়া আর টাকা। টাকা এবং মিডিয়া পরিচালনা করছে সমাজকে আমাদেরকে। কিভাবে ? বর্তমানের অনেক কার্টুন ছবিতেও ইলুমিনাতির বার্তা ছড়িয়ে দেয়া হচ্ছে। আর টাকা, আমেরিকান এক ডলার নোটে এক চোখ এ প্রতিক। ধারনা করা হয় আমেরিকান প্রসিডেন্ট বুশ, জর্জ বুশ, বারাক ওবামা, ডোনাল ট্রাম্প সহ অনেকেই ইলুমিনাতির সাহায্যে ক্ষমতায় এসেছেন।
ইলুমিনাতির অফিসিয়াল সাইটঃ www.illuminatiofficial.org
সাদ্দাম
ইসলাম ছাড়া সব কিছু মিথ্যা
জানার ইচ্ছা
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। একজন মুসলিম হিসেবে আমিও আপনার সাথে একমত। তবে যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের সম্পর্কে আপনার ধারনা কি?
জানার ইচ্ছা
সঠিক বলেছেন।
আব্দুল আউয়াল
ইসলামিক কালচার, আইন, অনুশাসন ছাড়া সবকিছুই মানুষের বানোয়াট।
জানার ইচ্ছা
সঠিক বলেছেন। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
mofidul islam
আমাদের একমাত্র ধর্ম হলো ইসলাম আর এটিই সত্য এটি ছাড়া বানানো কোন ধর্মকে আমরা মানিনা তাই মসলমানেরা সাবধান থাকেন।